প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিকও

0
334

বাংলা খবর ডেস্ক:
পঞ্চপাণ্ডবের ‘মিথ’ হয়ে যাওয়ার শুরুই যেন। মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপটে আর নেই। পিতৃত্বকালীন ছুটি শেষ করে সাকিব আল হাসান এখন আইপিএলের জন্য ভারতে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিশ্রাম নেওয়া তামিম ইকবাল নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পথে। আর গতকাল জানা গেছে মুশফিকুর রহিমের চোটের খবর। তাই আজ হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। টিকে আছেন পঞ্চপাণ্ডবের একজনই—মাহমুদ উল্লাহ, যিনি ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পরও হ্যামিলটনে জয়ের আশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ দলের অধিনায়কদের জীবন অবশ্য জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। ম্যাচের আগের দিন সরাসরি জয়ের সম্ভাবনা নাকচ করে দিতে পারেন না। আবার জেতার আশা ব্যক্ত করে হারলেও বেদম সমালোচনা হয়। কেউ দলের সামর্থ্যটাকে বিবেচনাতেই আনতে চান না। মাহমুদ উল্লাহও তাই টি-টোয়েন্টিতে দুই দলের সামর্থ্যের পার্থক্য অস্বীকার করে আশার বাণী শুনিয়েছেন, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফরম করে, এক-দুজন খেলোয়াড় ভালো পারফরম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমতো করতে পারি, তাহলে যেকোনো দলকে হারাতে পারব, এটা আমার বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা।’

এই ‘একটা দিনের খেলা’র চূড়ান্ত প্রস্তুতির দিনে ফিটনেস টেস্ট দিতে হয়েছে মুশফিকুর রহিমকে। কিন্তু গতকাল সেই পরীক্ষায় উতরাতে পারেননি জ্যেষ্ঠ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সময় কাঁধের পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় আপাতত ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন মুশফিক। এতে অবশ্য উইকেটের পেছনে কে দাঁড়াবেন, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। লিটন কুমার দাস আছেন। মিডল অর্ডারে মুশফিকের ব্যাটিংটাই যা দুশ্চিন্তার। তাঁর অভ্যস্ত চার নম্বরে তুলে আনা হচ্ছে মোহাম্মদ মিঠুনকে। আর মিডল অর্ডারের শেষ স্লটে দেখা যাবে আফিফ হোসেনকে। এই তরুণের অন্তর্ভুক্তিতে অধিনায়ক মাহমুদের বোলিং বিকল্প নিয়ে দুর্ভাবনাও কিছুটা কমবে। শেখ মেহেদীর সঙ্গে জুটি বাঁধবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে শরিফুল ইসলাম ওড়াবেন তারুণ্যের পতাকা।

অবশ্য ওয়ানডে সিরিজের পর দলের বোলিং নিয়ে কোনো অভিযোগ নেই মাহমুদ উল্লাহর, ‘বোলাররা খুব ভালো ছন্দে আছে। আমাদের বোলিং ইউনিট মেহেদী, নাসুম, মিরাজ, সব ফাস্ট বোলার ভালো করেছে। এই বোলিং আক্রমণ দিয়ে তাদের (নিউজিল্যান্ড) আটকনো যথেষ্ট ভালো সম্ভাবনা আছে।’

কিন্তু বাকি দুটো ডিপার্টমেন্টের অবস্থাই বিপন্ন। মাহমুদ বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা যে রকম আশা করেছিলাম, ওরকম পারফরম করতে পারিনি। বোলারদের জয়ের রসদ এনে দিতে পারিনি। তাই ব্যাটিং ইউনিটকে আরো ভালো পারফরম করতে হবে।’ তবে ফিল্ডিংও ওয়ানডে সিরিজে বিস্তর ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সিরিজ শেষে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সমালোচনার তীর ব্যাটসম্যানদের সঙ্গে বিঁধেছে ফিল্ডারদেরও। টি-টোয়েন্টি অধিনায়কের কণ্ঠে একই তাগাদা, ‘কিছু ভুল ফিল্ডিংয়ের কারণে ওয়ানডেতে আমরা ফলাফল পক্ষে আনতে পারিনি। এখানকান কন্ডিশনে সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। সব সময় বাতাস থাকবে, অনেক সময় উঁচু বা ফ্ল্যাট ক্যাচগুলোর জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ, কারণ এখানে বল তাড়াতাড়ি আসে। ফিল্ডার যদি সতর্ক থাকে, সুযোগ এলে আমাকে কাজে লাগাতে হবে, সেটা আমি হই কিংবা যে-ই হোক। এসব ছোট সুযোগ যদি কাজে লাগাতে পারি তাহলেই পার্থক্য গড়া সম্ভব।’

নিউজিল্যান্ডে গিয়ে এই ছোট কিংবা বড় ‘পাজল’গুলো অতীতে কখনোই জোড়া লাগাতে পারেনি। তাই ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কোনো জয় নেই বাংলাদেশের। এবার কি সেই ধারা বদলাবে? নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ? ওয়ানডের পরীক্ষায় ব্যর্থ হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা দেখেন মাহমুদ উল্লাহ, ‘আমি বিশ্বাস করি আমাদের তীব্র জয়ের ক্ষুধা আছে। আমরা ওটার জন্য মুখিয়ে আছি। কাল (আজ) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’ সঙ্গে সহযোদ্ধাদের প্রতি অধিনায়কের পরামর্শ, ‘ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে সে জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই। নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডকে যদি হারাতে চান, তাহলে যেসব চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here