কেউ ডাক দিবে বলে

0
560

রিমি রুম্মান

গভীরভাবে শ্বাস টেনে নেয়া ফুসফুসে
অভিমান জমে রইল শতাব্দীর পর শতাব্দী
হুলুস্থুল ডাকেনি কেউ বহুকাল স্বদেশে ফিরে যাবার
আমি সহস্র বছর অপেক্ষা করে আছি ডাক শুনবার
অপেক্ষা করে আছি,
কোনো এক বসন্তের স্নিগ্ধ বিকেলে, কিংবা
হেমন্ত সকালে কেউ তো বলুক
এসো, এ তো তোমারই শেকড়
এখানে আমি আছি, ভিটে আছে, পূর্বপুরুষের মাটি আছে
সহস্র বছর অপেক্ষা করে আছি,
দূরাগত হুইসেলের শব্দের মতো করে কেউ তো ডাকুক,
আমার অপেক্ষায় বিরহী বিষণ্ণ একলা রাত জাগুক
পৃথিবীর গায়ে বিকেলের হলদে আলো লেগে থাকে যেমন
ঠিক তেমন করে যত্নে আগলে রাখবার আশ্বাস দিক
বেলাভূমিতে ছোট বড় ছন্দে আছড়ে পড়া ঢেউয়ের মতো
কাছে এসে মুখ লুকিয়ে তুমুল কান্না কাঁদুক
রোদ-বৃষ্টি-ঝড়ে অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকুক নজিরবিহীন
আমি আর কতকাল শিকারীর তাড়া খাওয়া
দিগ্বিদিকশূন্য হরিণীর ন্যায় ছুটে বেড়াবো এই উত্তরের দেশে?
কত গ্রীষ্ম দুঃখ ভুলতে ছুটে যাবো দুর্গম বন, পাহাড় কিংবা সমুদ্রে?
কেউ ডাক দিবে বলে অপেক্ষা করে আছি
শতাব্দীর পর শতাব্দী
সহস্র বছর
কিংবা তারও অধিক।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
২৯শে মার্চ, ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here