বাংলাদেশে সফর স্থগিত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের

0
360

বাংলা খবর ডেস্ক:
সফরসূচি পরিবর্তন করেও শেষ পর্যন্ত আয়োজন করা গেলো না বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট সিরিজটি। নির্ধারিত সূচি পিছিয়ে দেওয়া হয়েছিল ছয়দিন। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধিতে লকডাউনের সময় বাড়ানোয় শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর।

একটি চারদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবদলের। পরে লকডাউনের কারণে সেটি পিছিয়ে নেয়া হয় ১৭ এপ্রিল।

কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, ১৪ এপ্রিল থেকে লকডাউন আরও কঠোর করা হবে। সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এমতাবস্থায় খেলা চলার তো প্রশ্নই আসে না। তাই দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সফরটি স্থগিত করার। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে পরে আবার আলোচনা করে নতুন সূচি তৈরি করা হবে।

বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here