এবার খালেদের উপর মেজাজ হারালেন মুশফিক

0
64

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হয়েছিলেন মুশফিকুর রহীম। এবার খুলনা টাইগার্সের সতীর্থ খালেদ আহমেদের উপর মেজাজ হারালেন অভিজ্ঞ এই ক্রিকেটার।ঘটনার সূত্রপাত ম্যাচের ষষ্ঠ ওভারে। খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে দারুণ ব্যাট করতে থাকেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার লিটন দাস। রুয়েল মিয়ার করা ওভারটির দ্বিতীয় বলে লিটনের ক্যাচ ফেলে দেন খালেদ। এই ঘটনায় মুশফিকের চেহারায় নেমে আসে রাজ্যের হতাশা। রুয়েলের পরের বলে আবার ছক্কা মেরে লিটন খুলনার হতাশাটা বাড়িয়ে দেন। যদিও পরে থিসারা পেরেরার বলে থামেন লিটন। মুশফিকের তালুবন্দী হন ১৭ বলে ৪১ রান করে।

দারুণ ক্যাচে বিধ্বংসী লিটনকে ড্রেসিংরুমের পথ দেখান মুশফিক। এমন সময় উইকেট উদযাপনের সময় বাউন্ডারি থেকে এগিয়ে আসেন হাস্যজ্জ্বল খালেদ। মুশফিককে জড়িয়ে ধরার চেষ্টাও করেন তিনি। কিন্তু ক্যাচ হাতছাড়ার রাগ তখনো কমেনি মুশফিকের। খালেদকে তখন হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেন মুশফিক। খালেদের সঙ্গে করা মুশফিকের দৃষ্টিকটু মুহূর্তটি চোখ এড়ায়নি বাকি সতীর্থদের। দুই বিদেশি পেরেরা ও আন্দ্রে ফ্লেচার দাঁড়িয়ে দেখছিলেন রাগি মুশফিকের প্রতিক্রিয়া। এর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালে ক্যাচ নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হন মুশফিক। যদিও পরে ঘটনার জন্য নাসুমের কাছে ক্ষমা চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here