সিক্সজি প্রযুক্তি আসবে ২০৩০ এর মধ্যে!

0
87

বাংলা খবর ডেস্ক:
২০৩০ সালের মধ্যে সিক্সজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান এরিক শু দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে অনুষ্ঠিত হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিটে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে হুয়াওয়ে শিল্প খাতে সিক্সজি উন্মোচনের প্রয়োজনীয়তা তুলে ধরে। আর এ জন্য সিক্সজি নিয়ে একটি বিশেষ শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশিত হতে যাচ্ছে। এই শ্বেতপত্র প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করবে। শিগগিরই শ্বেতপত্রটি উন্মোচন করা হবে।

হুয়াওয়ে বর্তমানে সিক্সজি সম্পর্কিত দুটি বিষয় নিয়ে কাজ করছে বলে জানান এরিক শু। তিনি বলেন, ‘প্রথমত, সিক্সজি আসলে কী তা নিরূপণে আমরা শিল্প খাতসংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি। সিক্সজি কেমন হবে সে ব্যাপারে আমরা ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং প্রাহকদের সঙ্গে আলোচনা করতে চাই। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য এবং সিক্সজির সম্ভাব্য সংজ্ঞা অনুসারে, আমরা মৌলিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছি, যাতে আমরা একসঙ্গে সিক্সজির বিষয়ে যে কাজ করছি তার গুরুত্ব অনুধাবন করতে পারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here