অক্সিজেনের চাহিদা মেটাতে ১ কোটি টাকা দিলেন শচীন

0
52

বাংলা খবর ডেস্ক:
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রীতিমত হিমশিম খাচ্ছে ভারত। অতিমারিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন তিন লক্ষাধিক মানুষ, প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় চিকিৎসা এবং অক্সিজেনের অভাবে চোখের সামনেই মারা যাচ্ছেন প্রিয়জন। এমন অবস্থায় ভারতের অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকার।

সম্প্রতি শচীন নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন ঘোষণা দিলেন লিটল মাস্টার খ্যাত এই ব্যাটসম্যান।

এক টুইট বার্তায় শচীন জানান, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার লাগামছাড়া। দেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে। সামর্থ্যবানরা অনেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন ব্যাপার প্রশংসনীয়।

তিনি বলেন, ২৫০ জনের বেশি তরুণদের একটি গ্রুপ অক্সিজেন কেনার জন্য ফান্ড কালেকশন করছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর স্থাপনের জন্য টাকা সংগ্রহ করছেন। আমি তাদের ফান্ডে সাহায্য করলাম। আশা করছি ভারতের বিভিন্ন হাসপাতালে তাদের উদ্যোগে অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে।

করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা শচীন বলেন, যতদিন আমি খেলেছি, পুরো ভারতবাসী আমাকে সাফল্য পেতে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে একসঙ্গে অতিমারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এই যুদ্ধেও আমাদের জিততে হবে।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন এবং প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৯৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here