প্রথম সেশনে বোলাররা নিয়ন্ত্রিত বল করলেও হতাশ করেছেন ফিল্ডাররা

0
63

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
পাল্লাকেলেতে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টসে হেরে আগে ফিল্ডিং করছে টাইগাররা। প্রথম সেশনে বোলাররা নিয়ন্ত্রিত বল করলেও হতাশ করেছেন ফিল্ডাররা।
শুরুটা দারুণ করেছিলেন আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ। এরই মধ্যে তাসকিনের করা দ্বিতীয় ওভারেই দুটি এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এরপর টাইগার পেসারের হতাশা বাড়ায় নাজমুল হোসেন শান্ত। তাসকিনের করা ২০তম ওভারে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্ত ছাড়েন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের ক্যাচ।
এরপর তাসকিনের আরেক ওভারে লাহিরু থিরিমান্নের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম সেশনে ফিল্ডারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সাফল্য পায় বোলাররা। কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সমান ৩২ রান নিয়ে অপরাজিত রয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরামান্নে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here