ফেরি বন্ধ ঘোষণা: তারপরও পাটুরিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড়

0
55

বাংলা খবর ডেস্ক:
পাটুরিয়া ঘাটে ফেরিতে পার হতে না পেরে বিড়ম্বনা আর ভোগান্তির শিকার হচ্ছেন শত শত মানুষ। ফেরি পারাপারে উপচে পড়া ভিড়। ঘাট কর্তৃপক্ষ বলছেন, উপরের নির্দেশের কারণে দিনের বেলায় কোন ফেরি চলবে না। রাতে শুধু মাত্র পণ্যবাহী পরিবহন পারপার করা হবে। তবে মানবিক কারণে দুপুরে দুটি ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও যাত্রী পারাপার করা হয়েছে।
শনিবার সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, মানুষ আর মানুষের মেলা। ভোর রাত থেকে রাজধানী ছেড়ে যে যার গন্তব্যে পৌছাতে হুমড়ি খেয়ে পড়েন পাটুরিয়া ফেরি ঘাটে। যাত্রীরা জানেন না শুক্রবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। যার কারণে তারা ছোট গাড়ি প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বিভিন্ন পন্থায় ঘাটে এসে বিড়ম্বনার কবলে পড়েছেন। নারী, শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষজন দিনভর অসহনীয় ভোগান্তির শিকার হন। দুপুরের দিকে মানুষের চাপ কমাতে এবং অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ও যাত্রী পারাপার করা হয়েছে।
যশোরের যাত্রী আমিন হোসেন বলেন, মধ্য রাতে ফেরি বন্ধের ঘোষণা না জানার কারণে পাটুরিয়া ঘাটে এসে আমরা বিড়ম্বনার শিকার হচ্ছি। উল্টো পথেও ফিরতে পারছি না। ঘাট কর্তৃপক্ষ যদি মানবিক দৃষ্টিতে দেখে ঘাটে জড়ো হওয়া মানুষগুলো পারাপার করতো তাহলে হাজারো মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হতো।
বিআইডাব্লিইটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, রাতে উপর থেকে নির্দেশনা দেয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দিনের বেলায় ফেরি বন্ধ থাকবে। রাতে জরুরি পণ্যবাহী পরিবহন সীমিত ফেরি দিয়ে পারাপার করা হবে। তবে সকাল থেকেই মানুষজন ও ছোট গাড়ি পাটুরিয়া ঘাটে ঢুকে পড়ায় যাত্রীরা এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তবে দুপুরে মানবিক কারণে এবং কয়েকটি যানবাহনবাহী ও রোগীবাহী কয়েকটি অ্যাম্বুলেন্সের সাথে দুটি ফেরি দিয়ে যাত্রী গুলো পারপার করা হয়েছে। এরপর আর কোন ফেরি চলবে না বলে তিনি জানান।
এদিকে কোন ধরনের কোন স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব বজায় থাকছে না ফেরিতে কিংবা ঘাট এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here