শূন্য রানে বিদায় সাকিব

0
72

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আইপিএল ফেরত সাকিব আল হাসানের প্রতি সবার প্রত্যাশাটা বেশিই ছিল। তবে টানা দুই ম্যাচেই ভক্ত-সমর্থকদের হতাশ করলেন টাইগার অলরাউন্ডার। প্রথম ম্যাচে ১৫ রান করতে পারলেও দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার।

তামিম ইকবালের জলদি বিদায়ের পর লিটন দাসের সঙ্গী হন সাকিব আল হাসান। তবে তিনিও বেশিক্ষণ থাকলেন না ক্রিজে। একই ওভারে দুশমন্থ চামিরার দ্বিতীয় উইকেটে পরিণত হন তিনি। ৩ বল খেলে রান কোনো রান আসেনি সাকিবের ব্যাট থেকে।

এর আগে চার মেরে ইনিংস শুরু করেন তামিম ইকবাল। দ্বিতীয়, তৃতীয় বলেও চার।
সবমিলিয়ে প্রথম ওভারেই টাইগার অধিনায়কের ব্যাট থেকে আসে ১৩ রান। ঝড়ের আভাস দিলেও দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয় তাকে।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন তামিম। ঝড়ো ব্যাটিংয়ে ইসরু উদানাকে হতাশ করছিলেন প্রতি শটে। লঙ্কান পেসারের করা ওপেনিং ওভারে বাংলাদেশ পায় ১৫ রান। যার ১৩ রানই তামিমের।

দ্বিতীয় ওভারে আবার স্ট্রাইক পান তামিম। দুশমন্থ চামিরার বল খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ারের প্রথম সিদ্ধান্তে নট আউট হলেও রিভিউয়ের মাধ্যমে বিদায় নেন তামিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here