টাকার বস্তা কুড়িয়ে পেলেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা

0
84

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের বাসস্ট্যান্ডের পাশে একটি টাকার বস্তা কুড়িয়ে পেয়েছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার সন্ধ্যার দিকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে বস্তাটি পড়ে থাকতে দেখেন। পরে তা খুলে দেখেন- এটি টাকার বস্তা।

বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো এক ভবঘুরে কিছুদিন ধরে বনপাড়া বাজারে অবস্থান করছিলো। সেখানে তার সাথে একটি বস্তা দেখা যেতো। তবে গত ৩দিন যাবৎ সেই ভবঘুরেকে দেখা যাচ্ছে না। কুড়িয়ে পাওয়া টাকার বস্তাটি তারই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বস্তার মধ্যে পাওয়া টাকা দেখে এটা নিশ্চিত যে টাকাগুলো ভিক্ষায় পাওয়া।
যার মধ্যে খুচরা টাকা ও কয়েন ছিল। টাকা গণনা করে মোট ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো মেয়রের কাছে গচ্ছিত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here