আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও তাসকিনের উন্নতি

0
564

বাংলা খবর ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের তিন খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জনেও প্রাপ্তি যোগ হয়েছে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদের উন্নতি হযেছে।

তিন খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। নয় থেকে তিনি নেমে গেছেন দশে। মোসাদ্দেক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১১৩ নম্বরে অবস্থান করছেন। মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন।

বোলিং ক্যাটাগরিতে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৬ রানে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৮ নম্বরে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here