লুঙ্গিতে ধ্বংসস্তূপে পরিণত ওয়েস্ট ইন্ডিজ

0
387

বাংলা খবর ডেস্ক:
ঘরের মাঠে সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেমেই নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১০০ রানও করতে পারেননি ক্যারিবীয়রা। ৯৭ রানেই প্যাকেট হয়ে গেছেন তারা।

আর ক্যারিবীয় ব্যাটিং ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দায়ী প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি ও এনরিক নরকিয়া।

এ দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ৪০.৫ ওভারেই গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন লুঙ্গি। লুঙ্গিতেই নাজেহাল অবস্থা ওয়েস্ট ইন্ডিজের।

১৯ রানে ৫ উইকেট নিয়েছেন এ পেসার। আর ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন নরকিয়া।

লুঙ্গির বোলিং তোপে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কেউ দাঁড়াতেই পারেননি। সর্বোচ্চ ২০ রান এসেছে দলটির সাবেক অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাট থেকে। ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপ ১৫ রান করে করেন।

বাংলাদেশের বিপক্ষে অবিস্মরণীয় ইনিংস খেলা ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স ৭ বল খেলে ১ রান করেই সাজঘরে ফেরেন। দুটি চার মেরে নিজের রান সংখ্যা ১৩-তে নিয়ে পৌঁছতে পেরেছেন অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল।

যৌথভাবে দলের তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে এক্সট্রা থেকে।

ওয়েস্ট ইন্ডিজ ৯৭ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনেই ব্যাটিংয়ে নামেন প্রোটিয়ারা। ৪ উইকেট হারিয়েছেন সফরকারীরাও। তবে ক্যারিবীয়দের মতো অতো বাজে ইনিংস উপহার দেননি তারা।

১২৮ রান তোলে দিনটি ভালোভাবেই শেষ করেছেন প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগার শূন্য রানে সাজঘরে ফিরলেও অ্যাইডেন মার্করাম করেছেন ৬০ রান। র্যাসি ভন ডার ডুসেন ৩৪ ও কুইন্টন ডি কক ৪ রানে অপরাজিত আছেন।

৩১ রান লিড নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে দ. আফ্রিকা।

তথ্যসূত্র: ক্রিক ইনফো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here