ইউরোর উৎসবে করোনার আতঙ্ক

0
68

বাংলা খবর ডেস্ক:
করোনা ভাইরাসের আতঙ্ক সঙ্গী করেই মাঠে গড়িয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ভরপুর না হলেও স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ মিলেছে দর্শকদের। তারা অন্য দেশে গিয়েও দেখতে পেরেছেন ইউরোর ম্যাচ। আসরকে ঘিরে পুরো ইউরোপজুড়ে উৎসবের আমেজ। এর মধ্যেই সমর্থকদের অনেকেই আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ। ইউরোপের সংবাদমাধ্যমগুলো দিয়েছে এমন খবর।

ডেনমার্ক-বেলজিয়াম ম্যাচ দেখতে আসা তিন সমর্থক করোনার ডেল্টা ধরণে আক্রান্ত হয়েছেন। ডেনমার্কের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, খেলা দেখতে আসা চার হাজার সমর্থকের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৯ জন সমর্থকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।

ফিনল্যান্ডের ম্যাচ দেখতে কয়েক হাজার ফিনিশ সমর্থক গিয়েছিলেন রাশিয়ায়। তারা দেশে ফেরার পরই ফিনল্যান্ডে বেড়েছে করোনার সংক্রমণ। ফিনল্যান্ডের চিকিৎসক রিস্টো পিটিকাইনেন জানিয়েছেন, ‘খেলা দেখতে গিয়েছিলেন তারা। ভালোভাবেই সেখানে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তারা নিজেদের মধ্যেই আদান প্রদান করেছেন, তবে ভাইরাস তো ছড়িয়েছেই।’

বেলজিয়ামও রাশিয়ায় খেলেছে একটি ম্যাচ। ১৫টিরই বেশি বাস নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন বেলজিক সমর্থকরা। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ায় যাওয়া সমর্থকদের অনেকেই করোনায় আক্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here