রোনালদোদের বিদায়, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

0
577

বাংলা খবর ডেস্ক:
চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগিজদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের পরবর্তী প্রতিপক্ষ ইতালি।

শেষ ষোলোতে মাঠের খেলায় আড়াই বছর ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম আর ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের জমজমাট লড়াইয়ের আভাস ছিল। তুমুল উত্তেজনা শেষে শেষ হাসি হাসল বেলজিয়াম।

একমাত্র গোল করে বেলজিয়ামের থরগান হ্যাজার্ড পর্তুগালকে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিলেন। ম্যাচের ৪২ মিনিটে থরগানের জাদুকরী গোলটিই হয়ে রইল বেলজিয়াম শেষ আটে ওঠার চাবি। প্রাণপন চেষ্টার পরেও তা শোধ করতে পারেনি পর্তুগাল।

এবারের কোপায় চার ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচই জিতেছে পর্তুগাল। যা তাদের ইউরো কাপের ইতিহাসে এক আসরে সর্বনিম্ন পরাজয়ের রেকর্ড।

অন্যদিকে মেজর টুর্নামেন্টে (ইউরো/বিশ্বকাপ) এ নিয়ে দ্বিতীয়বারের মতো টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড গড়ল বেলজিয়াম। সবমিলিয়ে মেজর টুর্নামেন্টে শেষ ১১ ম্যাচের মধ্যে দশটিতেই জিতেছে রবার্তো মার্টিনেজের দল। যার সুবাদে পৌঁছে গেল চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here