১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার অভিমন্যু, ভাঙলো বিশ্বরেকর্ড

0
485

বাংলা খবর ডেস্ক:
দাবায় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন অভিমন্যু মিশ্র। মাত্র ১২ বছর বয়সেই এই শিরোপা অর্জন করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই দাবাড়ু। বুধবার (৩০ জুন) বুদাপেস্টে এই কীর্তি গড়েন অভিমন্যু। রাশিয়ার সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিয়েছেন অভিমন্যু। কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।

আগেই ২৫০০ রেটিং পার করেছিলেন অভিমন্যু। বুধবার কালো ঘুঁটি নিয়ে অভিমন্যু হারিয়ে দেন ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়, ‘বুধবার অভিমন্যু ওর ছোট ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টা পেল। কালো ঘুঁটি নিয়ে ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায় সে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here