করোনায় প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো: ২৪ ঘন্টায় রেকর্ড ২১২ জনের মৃত্যু

0
70

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৭ই জুলাই দেশে ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৫৪৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ এবং ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৩৮ দশমিক শূন্য ৮ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৫৩ জন। শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩১৩ জন। এই বিভাগে শনাক্তের হার ২৯ দশমিক ৮০ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার সামান্য কমেছে। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ। মারা গেছে ২২ জন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪২৮ জন। শনাক্তের হার ৩০ দশমিক ২২ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ২৬ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৫৯ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২৩ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৬ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৯৯ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১২ জন। শনাক্তের সংখ্যা ৮৩৩ জন। শনাক্তের হার ৩১ শতাংশ দশমিক ৩৮ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৭৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৫৬ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৫ জন। শনাক্তের সংখ্যা ৫৪৭ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৪২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১২ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here