যুক্তরাষ্ট্রে আঘাত হানল ঘূর্ণিঝড় ইডা

0
70

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডা। ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউ অরলিন্স শহরের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাছ ভেঙে পড়ে এরই একজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় নিউ অরলিন্স শহরে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল থেকে ২৪০ কিলোমিটার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘প্রাণঘাতী’ হতে পারে ইডা। উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন।

জানা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে লুইজিয়ানায় সাড়ে সাতলক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছেন। বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here