আগুনের জবাব আগুন দিয়ে দেব: নিউজিল্যান্ড কোচ

0
141

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
ঘরের মাটিতে টাইগাররা দুর্দান্ত, অপ্রতিরোধ্য সে কথাই জানত গোটা ক্রিকেটবিশ্ব।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলায় অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ করার পর নিউজিল্যান্ডকেও টানা দুই ম্যাচে হারিয়ে সে কথাই বারবার জানান দিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী।

কিন্তু তৃতীয় ম্যাচে এসে পাশার দানই পাল্টে গেল। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ দলের কাছে শোচনীয়ভাবে হেরে গেল টাইগাররা।

অথচ সিরিজ জয়ের মিশনে গত রোববার মাঠে নেমেছিল টাইগাররা। এমন হারের পর বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে কিউইদের ওপর আহত বাঘের মতো থাবা বসাবে টিম টাইগার। বিষয়টা খুব ভালোভাবেই জানেন নিউজিল্যান্ড কোচ গ্লেন পকন্যাল।

তাই এ ম্যাচেও স্বাগতিকদের ধরাশায়ী করার পূর্ণ পরিকল্পনা নিয়েই রেখেছেন কিউই কোচ। এমনকি আগুনের জবাব আগুন দিয়েই দেওয়া হবে বলে হুমকিও দিয়েছেন।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পকন্যাল বলেন, তাদের (বাংলাদেশ দল) পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাবে আমরা আগুন দিয়েই লড়ব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তারপর দেখব শেষ ম্যাচে কী হয়।’

অবশ্য বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসাও করেছেন কিউই কোচ। বললেন, দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই বাংলাদেশ দলের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুটি জয় পেয়েছে বাংলাদেশ।আর ফেভারিট হিসেবে নেমে তৃতীয় ম্যাচে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়। যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ম স্কোর। আর মিরপুরের দুর্বোধ্য উইকেটে ৫২ রানের বড় জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিউজিল্যান্ড শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here