চীনা প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিট ফোনালাপ করলেন বাইডেন

0
72
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৯০ মিনিট আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দুই দেশের অর্থনীতিই বিশ্বের অন্যতম বৃহৎ। দুই প্রেসিডেন্টেই এই অর্থনীতি সংঘর্ষে না ফেলার বিষয়ে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বলা হয়েছে, এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছেন, দুই নেতার মধ্যে একটি বিস্তৃত ও কৌশলগত আলোচনা হয়েছে। আমাদের স্বার্থ যেখানে একত্রিত হয়- এমন ক্ষেত্র নিয়েও আলাপ হয়েছে। আবার যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়- সেগুলো নিয়েও কথা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই কথোপকথনে অর্থনৈতিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ নিয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কথোপকথনটি ছিল অকপট এবং গভীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here