ট্রেন থেকে নিক্ষেপযোগ্য মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

0
75
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
ট্রেন থেকে নিক্ষেপ করা যায় এমন একটি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর) এ পরীক্ষা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্ব উপকূলের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে মিসাইলটি ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) পথ পাড়ি দেয়। কর্তৃপক্ষ বলছে, উত্তর কোরিয়াকে হুমকি দেবে এমন যেকোনো শক্তিকে পাল্টা আঘাত করতে মিসাইলটির নকশা করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং জাপানি কর্তৃপক্ষ বলেছে, তারা উত্তর কোরিয়া থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। দেশটি ক্রুজ মিসাইল পরীক্ষা করার কয়েকদিন পরেই এ কথা জানানো হয়।

এদিকে দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) পরীক্ষা করেছে। পরমাণু অস্ত্রবিহীন প্রথম দেশ হিসেবে এই ধরনের সিস্টেম তৈরি করেছে তারা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here