মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

0
73
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো বারবারই বলে আসছেন তিনিই সময়ের সেরা ফুটবলার। অবশ্য এ নিয়ে বিতর্কের কমতি নেই। তবে ফুটবলার হিসেবে একটা জায়গায় রোনালদো সবাইকে ছাড়িয়ে গেলেন। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার চূড়ায় আছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকি ফোর্বস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে কর দিয়েও রোনালদোর আয় হবে সাড়ে ১২ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি টাকার বেশি)। দ্বিতীয়তে থাকা পিএসজি ফরোয়ার্ড মেসির উপার্জন হবে ১১ কোটি ডলার। সাড়ে ৯ কোটি ডলার নিয়ে নেইমার তিনে ও ৪ কোটি ৩০ ডলার নিয়ে চারে আছেন কিলিয়ান এমবাপ্পে।

জুভেন্টাস ছেড়ে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফের নাম লেখিয়েছেন রোনালদো। জুভেন্টাস থেকে পারিশ্রমিক কম নিয়েই রেড ডেভিলদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। তাতেই আগামী এক বছরে পাবেন ৭ কোটি ডলার। অন্যদিকে, বেতন কমিয়েই এ মৌসুমে বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার নিয়মের কারণে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে পাড়ি দেন এই ফরোয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here