ব্যাটিংয়ের ধরন বদলানোর পরামর্শ পাপনের

0
85

বাংলা খবর ডেস্ক:
স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়ে অনেকের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিস্মিত। এমন হার চিন্তাও করেননি তিনি। সোমবার (১৮ অক্টোবর) ওমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেছেন, তিন, চার ও পাঁচ নম্বরের ব্যাটিংয়েই ম্যাচ ফসকে গেছে। যেখানে ব্যাটিং করেছেন সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ।

তবে হারের জন্য ব্যাটারদের সঙ্গে বোলারদেরও দুষছেন বিসিবি সভাপতি। ব্যাটিংয়ের ধরন, কৌশল বদলাতে হবে বলে মনে করেন তিনি। সময়ের প্রয়োজনে ব্যাটিংও পরিবর্তন করতে হবে। সাকিবকে বলেছেন, দলের সবাইকে উজ্জীবিত করতে। টিম ম্যানেজমেন্টসহ সাকিব-মাহমুদউল্লাহদের সঙ্গে সোমবার মিটিং করেছেন পাপন।

বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ধরনে নাখোশ বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করতে হবে। কৌশলও ভালো ছিল না। এখানে সবার সামর্থ্য আছে পারফর্ম করার। আমি আসলে পরিকল্পনাই বুঝিনি। যারা মারতে পারে, সাহস আছে, তাদেরকে ৬ ওভার কাজে লাগাতে পাঠাতে হবে। সাকিব-মুশফিকরা উপরে খেললে ম্যাচ শেষ করে আসতে হবে। না হয় নিচে খেলবে।’

স্কটিশদের ৬ উইকেট পড়েছিল ৫৩ রানে। তারপরও ১৪০ রান হওয়ায় বোলারদের দোষই দেখছেন পাপন। তিনি বলেছেন, ‘ওদের ৬টা উইকেট পড়ার পর, ১৪০ রান করেছে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা কেন এত রান দিলাম? আমাদের বোলিংও ভালো হয়নি শেষ দিকে।’

আইসিসি সহযোগী দেশগুলোর সঙ্গে টাইগারদের এমন সংগ্রাম দেখে হতাশ বিসিবি সভাপতি। পরের দুই ম্যাচ জিতে সুপার-১২ এ উন্নীত হবে বাংলাদেশ, আশা করছেন তিনি। পাপন বলেছেন, ‘একটা অঘটন হয়ে গেছে। আমি এখনও মানতে পারছি না। এখন এসব ভুলে পরের দুইটা ম্যাচ খেলতে হবে। দুইটা ম্যাচ জিতে সুপার-১২ এ যাব, তারপর অন্যকিছু।’

তিনি আরও বলেন, ‘সামনের খেলা আরও কঠিন। আমি মনে করি এখানে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল। ওমানও ভালো দল। প্রথম ছয় ওভারের সুযোগ নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here