করোনা মহামারি ২০২২ সালেও থাকবে, ডাব্লিউএইচও’র হুঁশিয়ারি

0
70

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাস মহামারি সঙ্কট ২০২২ সালে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। কারণ হিসেবে সংস্থাটি বলছে, দরিদ্র দেশগুলো পর্যাপ্ত টিকা পাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় পাঁচ শতাংশেরও কম মানুষ টিকা পেয়েছে। যেখানে অন্য মহাদেশে গড়ে ৪০ শতাংশ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, মনে হচ্ছে, করোনা মহামারি সঙ্কট অনায়াসেই ২০২২ সালেও বিদ্যমান থাকতে যাচ্ছে।

জানা গেছে, ব্রিটেন ১০ কোটি টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিলেও এ পর্যন্ত এক কোটির কিছু বেশি টিকা দরিদ্র দেশগুলোকে সরবরাহ করেছে।

ড. আইলওয়ার্ড সম্পদশালী দেশগুলোকে করোনা টিকা অনুদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও স্বল্প আয়ের দেশগুলোকে প্রাধান্য দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি জি-৭ সম্মেলনে ধনী দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা দরকার। আমি এটা বলতেই পারি—আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাচ্ছেন না।

তিনি আরো বলেন, এর গতি আরো বাড়াতে হবে। অন্যথায় এই মহামারি নিয়ন্ত্রণে আনতে যতটা সময় লাগার কথা, তারচেয়ে বছরখানেক বেশি লেগে যাবে।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here