নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’ চালুর ঘোষণা ট্রাম্পের

0
68

বাংলা খবর ডেস্ক:
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার কথা ঘোষণা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সামাজিক যোগাযোগমাধ্যমের নাম হবে ‘ট্রুথ সোশাল’।

ট্রাম্পের সংস্থার বিবৃতি অনুসারে, আগামী নভেম্বরেই আমন্ত্রিত অতিথিদের জন্য ‘ট্রুথ সোশ্যাল’-র একটি বেটা সংস্করণ পাওয়া যাবে। জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটল সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে টুইটার, ফেসবুক-সহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

গতকাল ট্রাম্প জানিয়েছেন যে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ চালু করার লক্ষ্য হল বিগ টেক কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী তৈরি করা। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে টুইটারে তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে, তবুও আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে চুপ করে রাখা হয়েছে। এটি মেনে নেওয়া যায় না।’

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। গত নির্বাচনে তাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন ট্রাম্প ও তার অনুগামীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here