বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৪ নভেম্বর

0
68

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন আচরণবিধি প্রকাশ করা হয়েছে। এতে ভোটকেন্দ্রের নাম ও যে জিপকোডে বসবাসকারী ভোটাররা ভোট দিতে পারবেন, তা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন পাঁচটি নির্ধারিত কেন্দ্রের নির্ধারিত জিপকোড অনুযায়ী টাচ স্ক্রিন ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। পোলিং সেন্টারগুলো হলো, কুইন্সের গুলশান ট্যারেস (ঢাকা ক্লাব), ওজন পার্ক দেশি সেন্টার, ব্রুকলিনে পিএস-১৭৯, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ও জ্যামাইকা ইকরা পার্টি সেন্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার জন্য আসল ফটো আইডি কার্ড নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড, পাসপোর্ট, লার্নার পারমিট অথবা নিউইয়র্ক সিটি আইডি লাগবে। ২০০ ফুটের মধ্যে প্রার্থীরা কোনো প্রচারণা এবং প্রচারণাসামগ্রী বিতরণ করতে পারবেন না। নির্বাচনী এলাকায় কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো আনঅথরাইজড যোগাযোগ বা আনলফুল কোনো কর্মকাণ্ড হলে সেটি ল’ ইনফোর্স এজেন্সিকে জানানো হবে। ডিজঅ্যাবল অথবা হুইলচেয়ারের ভোটারের জন্য একজন প্রতিনিধিকে অ্যালাউ করা হবে। কমিশনের পারমিশন ছাড়া প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রার্থীরা কেউ অনুমতি নিয়ে একবার প্রবেশ করতে পারবেন, ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। লাইফ মেম্বার কেবল তার এলএম কার্ড দেখিয়ে সরাসরি ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন। কোনো ভোটারই তার নির্দিষ্ট কেন্দ্র ছাড়া ভোট দিতে পারবেন না। কেবল পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসাররা যে কেন্দ্রে কাজ করবেন, তারা সেই কেন্দ্রে ভোট দিতে পারবেন। প্রত্যেকের ভোটারের নাম, জন্মতারিখ ভোটার তালিকা ও আইডি কার্ডের সাথে মিলতে হবে। ভোটকেন্দ্রে সবার ভ্যাকসিন কার্ড থাকতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে। পোলিং সেন্টারে যারা কাজ করবেন, তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনো ডিসপুট থাকলে ইলেকশন কমিশনের কাছে লিখিতভাবে জানাতে হবে এবং কমিশন এগুলো তদন্ত করে সিদ্ধান্ত দেবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর কমিশন নির্বাচনের ফলাফল প্রিন্ট দেবে, ফলাফল চূড়ান্ত করবে এবং ফলাফল ঘোষণা করবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সকাল নয়টা থেকে রাত নয়টা। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ, নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল হাকিম, রুহুল আমিন সরকার, কায়সার জামান কয়েস ও খোকন মোশারফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here