বিশ্বকাপ জেতার উন্মাদনায় জুতা থেকে মদপান অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের (ভিডিও)

0
352

বাংলা খবর ডেস্ক:
পাঁচবার ওয়ানডে বিশ্বকাপে জেতা দল অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরতে পারছিল না।

এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে সুযোগ হাতছাড়া করেননি অ্যারন ফিঞ্চ। রোববার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল অসিরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টির শিরোপা জিতল অ্যারন ফিঞ্চের দল।

সব মিলিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এখন ক্যাঙ্গারুর ঝোলায়। দুর্দান্ত সাফল্য গাঁথার ইতিহাসই বটে।

আর সেই ইতিহাসের আনন্দে ডুবতে ড্রেসিংরুমে অদ্ভুত কাণ্ড করে বসলেন অসি তারকরা।

জুতোয় মদ নিয়ে পান করে বিশ্বকাপ জয় উদযাপন করেছেন তারা। এমন অদ্ভুত কাণ্ডের শুরুটা করেন সেমিতে তিন ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তোলা অসি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।

তিনিই প্রথম নিজের জুতো খুলে তাতে মদ নিয়ে পান করেন। তার দেখাদেখি সতীর্থ অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও সামিল হয় তাতে।

ওয়েড ও স্টয়নিস যখন এমনটি করছিলেন তখন স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়ে সঙ্গে সেলফি তোলেন স্টিভেন স্মিথ।

ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করতেই তা হু হু করে ভাইরাল হয়ে পড়ে। স্মিথ ও জাম্পার হাস্যজ্জ্বল মুখ দুটোকে ছাপিয়ে আলোচনায় চলে আসে জুতোয় নিয়ে ওয়েড-স্টয়নিসের মদ পানের দৃশ্য।

অনেকেই এতে বিস্মিত হয়েছেন। এমন উদযাপনকে অস্বাস্থ্যকর ও উন্মাদনার চরম পর্যায় বলে মন্তব্য করেছেন। অনেকে আবার বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখছেন।

কারণ আনন্দ উদযাপনে জুতোয় মদ ঢেলে খাওয়া অভিনব কিছু নয়।অস্ট্রেলিয়ানদের ঐতিহ্যবাহী উদযাপন পদ্ধতি এটি।

এদিকে ওই ছবি ছাড়াও ড্রেসিংরুমে অসি খেলোয়াড়দের ঐতিহাসিক জয় উদযাপনের ভিডিও প্রকাশ করেছে আইসিসিরি টুইটার পেজ।

যেখানে দেখা গেছে অসি তারকারা নাচছেন এবং গাইছেন। আনন্দে আত্মহারা হতে দেখা গেছে সবাইকে। ঐতিহ্যবাহী স্কি গগলস পরে নাচছেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল।

এ সময় পা থেকে জুতো খুলে তাদে বিয়ার ঢেলে পান করেন ওয়েড। তার থেকে সেই জুতো কেড়ে নিয়ে বিয়ার দিয়ে পুরোটাই ভিজিয়ে দেন স্টয়নিস। তিনিও একই কায়দায় পান করেন।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর টুইটারে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল।

গ্লেন ম্যাক্সওয়েল টুইট করে লেখেন, ‘আমাকে আগামী কয়েক দিন খুঁজে পাবে না বন্ধুরা, উল্লাস!’

ভিডিওটি দেখুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here