বাংলাদেশ দলে আর কোনো করোনা পজিটিভ নেই – সুজন

0
63

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত। যার কারণে আইসোলেশনে রাখা হয়েছে দলের নয় সদস্যকে। আক্রান্তের খবরে দুশ্চিন্তার জন্ম দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। তবে ভালো খবর দিলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে সুজন বলেন, বাংলাদেশ দলে আর কোনো করোনা পজিটিভ নেই। তাই খেলোয়াড়রা কোয়ারেন্টিন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন।

ভিডিওবার্তার শুরুতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম, যে কীভাবে কী করবো। তো ওরা আমাদেরকে পজিটিভ নিউজই দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন হয়নি। এখন আমাদের জিম সেশন হবে।’

বাংলাদেশের টিম ডিরেক্টরের ভাষ্য, ‘শুক্রবার আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। যারা ইয়োলো ব্যান্ড পরিহিত তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কাল থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে। রঙ্গনা হেরাথকে ইতোমধ্যে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here