আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোভিড সর্তকতামূলক সেমিনার ও বর্ষবরণ

0
79

নিউইয়র্ক:
২০০৮ সালে গঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কোভিড বিষয়ক সর্তকতামূলক সেমিনার ও ২০২২ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে ২ জানুয়ারি রোববার সন্ধ্যায়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্য,লেখক, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিষ্টরা উপস্থিত হয়ে আলোচনায় অংশ নিয়েছেন। এসময় তারা কোভিডকালীন বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করে বর্তমান অমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় তাদের পরামর্শ তুলে ধরেন।
সংগঠনের সদস্য সাংবাদিক স্বপন হাইসহ কোভিডে আক্রান্ত হয়ে মৃতুবরণকারীদের স্মরণ করে সভায় তাদের বিদেহী আতœার শান্তি কামনা করা হয়। এখন যারা অসুস্থ্য আছেন তাদেরও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেছেন কিংস কাউন্টি হসপিটালের নিউরো আইসিও’র ফিজিসিয়ান এসোসিয়েট ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বছর ২০২২কে বরণ করতে সাবধানতা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেন।

সর্তকতামূলক সেমিনার ও বর্ষবরণে বক্তব্য রাখেন,কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক এটর্নী এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিবিদ ও জেবিবিএ’র প্রেসিডেন্ট প্রার্থী গিয়াস আহমেদ, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আসেফ বারি টুটুল, জেবিবিএ’র সাধারণ সম্পাদক প্রার্থী তারেক হাসান খান,জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, রূপসী বাংলার’র এডিটর ইন চিফ শাহ জে চৌধুরী শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নিউইয়র্ক বালাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, প্রেসক্লাব সদস্য বেলাল আহমেদ,তোফাজ্জল হোসেন লিটন, আবু বকর সিদ্দিক, তাপস সাহা,আব্দুল হামিদ, মল্লিকা খান মুনা,স্যামুয়েল পিনারু,এম এইচ পাহলভী , মেট্টোবাংলা সম্পাদক গোলাম মোস্তফা সংগ্রাম।
সেমিনারে বক্তারা আরো বলেন, কোভিড এমন একটি রোগ যা একে অপরের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।বিশেষ করে সর্বশেষ অমিক্রন ভ্যারিয়েন্টের আক্রমন থেকে নিজে এবং অপরকে রক্ষা করতে হলে চাই প্রয়োজনীয় সচেতনতা। সিডিসি এবং সিটির নির্দেশনা মেনেই রোগকে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি টিকা ও মাস্ক ব্যবহার,বুষ্টার ডোজ নেয়ার প্রতিও তাগিদ দেয়া হয়। হাত ধোয়া, বাথরুম ব্যবহারের পর ক্লিন করা জরুরী একটি বিষয় বলেও আলোচনায় উঠে আসে।
বর্ষবরণ প্রসঙ্গে বক্তারা বলেন, আমাদের জীবনে ২০২১ সাল নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে পার হয়েছে। আমরা অতীত থেকে ভালো অভিজ্ঞতাগুলো গ্রহণ করে আগামী দিনে এগিয়ে যাবো।
পরিশেষে ক্লাব সদস্য ও অতিথিদের মধ্যথেকে একাধিকজন গান, কৌতুক,কবিতা আবৃত্তি করে নতুন বছর বরণ অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন । বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here