অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

0
56

বাংলা খবর ডেস্ক:
ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টটির ফাইনালে নির্ধারিত সময় শেষে ১-১ ব্যবধানের ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ হকি দল।

টাইব্রেকারে লাল-সবুজ দলের হয়ে ফয়সাল আহমেদ শিতুল, রোমান সরকার, সোহানুর রহমান সবুজ, নাইম উদ্দিন ও পুষ্কর খীসা মিমো লক্ষ্যভেদ করেছেন। ওমান দল পঞ্চম হিট নেওয়ার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ হিটে গোল করতে ব্যর্থ হয় তারা।

এই জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ সরাসরি খেলবে এশিয়া কাপে। সেখানে ভারত-পাকিস্তান ছাড়াও এশিয়ার শীর্ষস্থানীয় দল অংশ নিচ্ছে। এএইচএফ কাপে এমনিতে বাংলাদেশ অন্যতম ফেভারিট। তবে এবার শিরোপা ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে।

জাকার্তার জিবিকে ফিল্ডে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। প্রথম কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে রেজাউল করিম বাবুর লম্বা পাস থেকে ফাঁকায় থেকে সোহানুর রহমান সবুজ বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দুর্দান্ত হিটে লক্ষ্যভেদ করেছেন। যদিও ৫ মিনিটের মধ্যে ওমান ম্যাচে সমতায় ফেরে। ১৯ মিনিটে সতীর্থের লম্বা পাস বক্সের ভেতরে ফয়সাল আহমেদ শিতুল স্টিক বাড়িয়েও ক্লিয়ার করতে পারেননি। চলতি বলে আল লাওয়াতি ফাহাদ স্টিক ছুঁইয়ে দেন। তাতেই স্কোরলাইন ১-১ হয়।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here