টেস্ট সিরিজেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ

0
54

বাংলা খবর ডেস্ক:
বিশ বছরের চেষ্টায় অবশেষে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে তাদের মাঠে হারানোর পাশাপাশি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো।

ওয়ানডের মতো টেস্ট সিরিজেও কি ইতিহাস গড়বে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে টাইগারদের প্রধান কোচ ডমিঙ্গো বলেন, আমি ইতিহাস গড়িনি। সাকিব-তাসকিনরা ইতিহাস গড়েছে। নিজেদের মাঠে ওরা খুব ভালো খেলে। টেস্ট সিরিজটা কঠিন হবে, তবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেই এসেছি।

তবে কোচ স্মরণ করিয়ে দিলেন, এটা আলাদা সংস্করণ, যেখানে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন সিরিজই আশা করছি। খেলা হচ্ছে ওদের মাঠে। জানুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করাটা প্রেরণার, ছেলেরাও ভালোই খেলছে। টেস্ট দলটাও উন্নতি করছে। দলে ভারসাম্য এসেছে। আমরা এখানে আশা নিয়ে এলেও জানি সিরিজটা কঠিন হবে।

এক প্রশ্নের জবাবে ডমিঙ্গো বললেন, ওদের দলে শক্তির গভীরতা আছে। তরুণ কিছু ভালো খেলোয়াড় আছে, বিশেষ করে পেস বিভাগে। তারা একটু চাপে থাকবে। দলে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে। এটা আমাদের জন্য বাড়তি সুবিধা হলেও তারা কিন্তু দক্ষিণ আফ্রিকারই প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ ভালো খেলোয়াড় নিয়েই তারা মাঠে নামবে।

টেস্ট সিরিজে ভালো করতে টাইগারদের করণীয় প্রসঙ্গে কোচ বলেন, বেসিকটা ঠিক রাখতে হবে। ক্রিকেট এমন কিছু না, যা কেউ বুঝতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here