রুবেলের মৃত্যুতে শোকাহত সাকিব-মাশরাফিরা যা বললেন

0
66

বাংলা খবর ডেস্ক:
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই।

প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল।

এ খবরে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোশাররফ রুবেলের সতীর্থ সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমরা শোকসন্তপ্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।

সন্ধ্যায় রুবেলের মৃত্যুসংবাদ জানার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

খুব বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি শোকাহত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রুবেলের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন তিনি।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও রুবেলের পরকালীন সুখের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকাতুর মুশফিকুর রহিম লিখেছেন, খবরটা শুনে সত্যিই মন খারাপ হলো, মোশাররফ রুবেল ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের সদস্যদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন। আসুন আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় রাখি ইনশাআল্লাহ।

সৌম্য সরকার লিখেছেন, শান্তিতে থাকুন মোশাররফ হোসেন রুবেল ভাই। তোমাকে মিস করব।

রুবেল ছিলেন মাশরাফি বিন মুর্তজার বন্ধু। তাই শোকাহত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিখলেন, ভালো থাকিস বন্ধু।

রুবেলকে দেশের অন্যতম সেরা স্পিনার বলেছেন সাকিব আল হাসান।

ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here