‘সারমাট’ পৃথিবীর যে কোনো লক্ষ্যকে ভেদ করতে সক্ষম

0
65

বাংলা খবর ডেস্ক:
রাশিয়া অতি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’-এর প্রথম সফল পরীক্ষা করেছে বলে আজ বুধবার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই অস্ত্রটি ক্রেমলিনের শত্রুদের কিছু করার আগে ‘দ্বিতীয়বার ভাবাবে’।

এরই মধ্যে সারমাটকে পশ্চিমা বিশ্লেষকরা ‘শয়তান আখ্যা দিয়েছেন। এটিকে ধরা হচ্ছে, রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র।
পুতিনের ভাষ্যে, এটি ‘অপারেজয়’।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, এটি সত্যিই অভিনব একটি অস্ত্র যা আমাদের সশস্ত্র বাহিনীর লড়াইয়ের সক্ষমতাকে আরো দৃঢ় করে তুলবে, নির্ভরযোগ্যভাবে বাহ্যিক হুমকির হাত থেকে রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করবে। আর যারা আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদেরকে দ্বিতীয়বার ভাবাবে। ’

পুতিনের দাবি, ক্ষেপণাস্ত্রটি গোটা পৃথিবীতে যে কোনো লক্ষ্যকে ভেদ করতে সক্ষম। এটি বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে বলেও তিনি দাবি করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর রাশিয়ার পেসেতস্ক কসমোড্রোমে ‘সফলভাবে’ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখান থেকে এটি ৬ হাজার কিলোমিটার দূরে কামচাটকার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মন্ত্রণালয় বলেছে, ‘সারমাট’ সবচেয়ে ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র যেটির রয়েছে বিশ্বের দীর্ঘতম পাল্লায় আঘাত হেনে ধ্বংস করার সক্ষমতা। এটি আমাদের দেশের কুশলী পারমাণবিক শক্তির লড়াই ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। ’

সারমাটের ওজন দুই শ’ টনেরও বেশি এবং এটি ১০টি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। সূত্র: এএফপি, রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here