আগামীকাল ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

0
60

বাংলা খবর ডেস্ক:
আগামীকাল ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের এই ট্রফিকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে এদেশের ক্রীড়াপ্রেমীদের মাঝে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ট্রফির আগমনকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ২০১৩ সালে বাংলাদেশে যখন ট্রফি এসেছিল তখন এই ট্রফিটি ভিভিআইপি মর্যাদা পেয়েছিল। এবারও হয়তো একই মর্যাদা পেতে পারে। ট্রফি আসার পর কিছু কর্মসূচির বর্ণনা দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক। এ বিষয়ে তিনি বলেন, ‘৮ই জুন সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে ট্রফিটি ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাফুফে সভাপতি, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এটি গ্রহণ করবেন। বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ট্রফিটি সেই দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে সফর করবে।

বিকাল ৩টায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতির বাসভবন এবং সন্ধ্যায় ট্রফি যাবে প্রধানমন্ত্রীর বাসভবনে।’ সেদিন রাতে ট্রফি উপলক্ষ্যে একটি নৈশভোজ আয়োজন হওয়ার কথা রয়েছে। যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত অন্য দেশের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন। পরের দিন ৯ই জুন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল রেডিসনে ছবি তোলার সুযোগ রয়েছে ফুটবল সংশ্লিষ্টদের। এই সেশনটি মূলত বাংলাদেশ প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ সহ বিভিন্ন স্তরের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মীরা এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। দুপুরের পর ট্রফি যাবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি উপলক্ষ্যে কনসার্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি সেখানেও ট্রফি প্রদর্শন করা হবে। এই ব্যবস্থাপনায় থাকবে ফিফার ট্রফি ট্যুরের কর্মাশিয়াল পার্টনার কোকাকোলা। কনসার্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি মূলত কোকাকোলাই দেখভাল করছে বলে জানিয়েছেন বাফুফের নিবার্হী কর্মকর্তা। তিনি বলেন, ‘কয়েক জন শিল্পী থাকবেন কনসার্টে। কারা গান গাইবেন, কিভাবে কনসার্টের টিকিট ও ট্রফির সঙ্গে ছবি তোলা যাবে এই বিষয় দুই এক দিনের মধ্যে কোকাকোলা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবে।’ ট্রফির সঙ্গে ফিফা থেকে কয়েকজন কর্মকর্তাও আসছেন। এর মধ্যে থাকবেন একজন ফিফা লিজেন্ড। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বু। এদিকে ট্রফি ট্যুরকে আরো আকর্ষণীয় করতে কোকাকোলা আয়োজন করছে ‘গলি গ্রাফিতি’। এ জন্য তারা বেছে নিয়েছে শিল্পীর রং-তুলি। এক দল দেশীয় চিত্রশিল্পীদের নিয়ে ‘গলি গ্রাফিতি’ নামের স্ট্রিট আর্ট ওয়ার্ক ক্যাম্পেইনটি এই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। বনানী-১১ ও গুলশান সংযোগ সেতুর পাশে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়াটার্সের ১২ হাজার স্কয়ার ফুটের দেয়ালে প্রথম গ্রাফিটি তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here