ব্যাটারদের আত্মবিশ্বাস তলানিতে: ডমিঙ্গো

0
70

বাংলা খবর ডেস্ক:
ব্যাটিং ধসে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান। দ্বিতীয়বারে ২৪৫-এ থেমেছে টাইগারদের রানের চাকা। প্রথম ইনিংসের মতো ভরাডুবি না হলেও এই রান যে টেস্টের জন্য যুতসই নয়, তা জানেন সবাই। জয়ের ধীর ইনিংসের পর সাকিব ও সোহানের দৃঢ় ব্যাটিংয়ে ইনিংস হার এড়ালেও বাকিরা করেছেন হতাশ। ব্যাটারদের এমন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার কারণ হিসেবে আত্মবিশ্বাসের ঘাটতির কথা বললেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে একশ পেরোতেই দশ উইকেট হারায় বাংলাদেশ। ৬ ব্যাটার সাজঘরে ফেরেন শূন্যের কোঠায় থেকে। দ্বিতীয় ইনিংসে জয়, সাকিব ও সোহান বাদে কেউই সুবিধা করতে পারেননি। থিতু হওয়ার চেষ্টায় ১৭ রানে ক্রিজ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়ক মুমিনুল হক ফেরেন মাত্র ৪ রানে। এ নিয়ে টানা ৯ ইনিংস দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হলেন এই বাঁ হাতি ব্যাটার।লিটন দাস করেন ১৭ রান।

তৃতীয় দিনের খেলাশেষে ডমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে। মুমিনুল, শান্তর মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস সবসময়ই বড় বিষয়। এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে তা নেই।’

ব্যাটারদের ভরাডুবির কারণ হিসেবে আলগা শট খেলার প্রবণতার কথা উল্লেখ করেন ডমিঙ্গো, ‘দুই ইনিংসেই অনেক আলগা শট, অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেতো। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা।’

টপ অর্ডারদের ব্যর্থতার পর সাকিব-সোহান ১২৩ রানের জুটি গড়েন। সাকিব ৬৩ এবং সোহান ৬৪ রানে আউট হন। দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে বাংলাদেশ লিড পেলেও আক্ষেপ শোনা গেলো ডমিঙ্গোর কণ্ঠে। ফিফটিতে না থেমে দুজনের একজন সেঞ্চুরি করলে ম্যাচের ছবিটা ভিন্ন হতে পারতো বলে বিশ্বাস তার। ডমিঙ্গো বলেন, ‘ওরা দুজন ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপ অর্ডার ব্যাটারদের দেখিয়েছে ওদের কী করা উচিত ছিল। কিন্তু নতুন বল দুজনকেই আউট করেছে। ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দুজন ৬০ রানের ইনিংস খেলেছে। দুজনের কেউই সেঞ্চুরি করেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here