ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

0
186
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। মিরসরাই এর একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীদের বহন করছিল ওিই মাইক্রোবাসটি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহত হন পাঁচজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।

পুলিশ ও ট্রেনের যাত্রী মাহেদুল ইসলাম রবিন জানান, পর্যটন স্পট খৈয়াছড়া ঝর্ণা থেকে গোসল করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাইক্রোবাসের পর্যটকরা। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় আধ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here