আগুন নিয়ে খেলবেন না, বাইডেনকে শি জিনপিং

0
127
তাইওয়ান ইস্যুতে ভিডিও সংলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

বাংলা খবর ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাইওয়ান প্রসঙ্গে ‘আগুন নিয়ে খেলা’ না করতে সতর্ক করেছেন। দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সের সময় এই আহ্বান জানান জিনপিং।

চীন দাবিকৃত এই দ্বীপে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর ঘিরে বেইজিংয়ের উদ্বেগ বেড়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই এশিয়া সফরে যাওয়ার কথা ন্যান্সির। আর সেই সফরেই তাইওয়ানেও যেতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইতোমধ্যেই ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার সঙ্গে তাইওয়ানে যাওয়ার জন্য। যদি শেষ পর্যন্ত তিনি তাইওয়ান যান, তাহলে গত ২৫ বছরের মধ্যে তিনিই হবেন প্রথম হাউজ স্পিকার যিনি সেই দেশের মাটিতে পা রাখবেন।

চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে যে, জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের ‘এক-চীন নীতি’ মেনে চলা উচিত এবং এটা বোঝা উচিত যে, চীন তাইওয়ানের স্বাধীনতা এবং সেখানে বহিরাগত শক্তির প্রবেশের বিরুদ্ধে। চীনা গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, জিনপিং বাইডেনকে আরো বলেছেন, ‘যারা আগুন নিয়ে খেলবে তারাই পুড়ে যাবে। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।’

ধারণা করা হচ্ছে, মানবাধিকার ইস্যুতে বেইজিংয়ের দীর্ঘদিনের সমালোচক পেলোসি তাইওয়ান সফরে গেলে চীন সেটাকে পরাজয় হিসেবে দেখবে। জানা গেছে, দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে বাইডেন-জিনপিংয়ের এই কল। মার্কিন কর্মকর্তারা বলেছিলেন যে, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাবেন বাইডেন। চীন এখনো এই হামলার নিন্দা জানায়নি। বাইডেন প্রশাসন মনে করে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বললে তাইওয়ান প্রসঙ্গে উত্তেজনা প্রশমন হতে পারে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এই ভিডিও সংলাপ নিয়ে খুব সংক্ষিপ্ত এক বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, বাইডেন বলেছেন যে, তাইওয়ানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হয়নি এবং ওয়শিংটন সেখানে স্হিতাবস্হা পরিবর্তন করার বা তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার একতরফা প্রচেষ্টার দৃঢ় বিরোধিতা করে’। খবর: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here