শেষ টি-টোয়েন্টিতে মোসাদ্দেকই অধিনায়ক

0
141

বাংলা খবর ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি গতকাল দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। এদিকে দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আজ সোমবার বিকালে এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোহান ইনজুরিতে পড়ায় নেতৃত্বের দৌঁড়ে এগিয়ে ছিলেন মোসাদ্দেক আর লিটন কুমার দাস। গতকাল দ্বিতীয় ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা মোসাদ্দেক জিম্বাবুয়ের ব্যাটিং মেরদণ্ড ভেঙে দিয়ে হয়েছেন ম্যাচের সেরা। আর রান তাড়ায় ৩৩ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৬ রানের ইনিংস খেলা লিটন আছেন আপন ছন্দে।

নতুন অধিনায়কের নাম ঘোষণার আগে আজ সোমবার বিকেলে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন, ‘আমাদের হাতে দুইজন আছে। লিটন ও মোসাদ্দেক। ‘[ শেষ পর্যন্ত মোসাদ্দেককেই নেতৃত্বভার দেওয়া হলো। মজার বিষয় হলো, নুরুলের জায়গায় দলে ফিরেছেন ‘সাবেক’ অধিনায়ক মাহমুদউল্লাহ! তিনি শেষ ম্যাচে খেলতেও পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here