পার্টিতে নেচে-গেয়ে তোপের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

0
136

বাংলা খবর ডেস্ক:
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টি করার ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী সানা মারিন। ওই ভিডিওতে দেখা গেছে, তিনি দেশটির কয়েকজন সেলেব্রিটি ও বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন।

এ ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন তিনি। এক বিরোধী নেতা দাবি করেছেন, তার ড্রাগ টেস্ট করা উচিত। সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সানা মারিন অবশ্য মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি কেবল মদ পান করে মাতাল এবং উদ্দাম পার্টি করেছেন।

পার্টি করার বিষয় গোপন রাখেন না সানা মারিন। প্রায়ই বিভিন্ন সংগীত উৎসবে তার উপস্থিত হওয়ার ছবি প্রকাশিত হয়। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর ক্লাবে গিয়ে পার্টি করার কারণে তিনি ক্ষমা চেয়েছিলেন।

ফাঁস হওয়া ভিডিও নিয়ে বৃহস্পতিবার মন্তব্যে ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ভিডিও প্রকাশ্যে আসায় তিনি হতাশ হয়েছেন।

সানা মারিন বলেন, ‘আমি নেচেছি, গান গেয়েছি এবং পার্টি করেছি- এগুলো আইনসম্মত। কিন্তু আমি মাদক ব্যবহার করিনি।

বিরোধী দলীয় নেতা রিকা পুরা দাবি করেছেন, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা। কারণ তাকে নিয়ে সন্দেহের ছায়া ছড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here