টিকে থাকার লড়াইয়ে ভারতের পুঁজি ১৭৩

0
51

বাংলা খবর ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে আজ টিকে থাকার লড়াইয়ে নেমেছে ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে রোহিত শর্মার ঝড়ো ফিফটিতে ১৭৩ রানের পুঁজি গড়ে দলটি। শেষ ৫ ওভারে ৪৬ রানে হারায় ৪ উইকেট। না হয় দলীয় সংগ্রহটা আরো বড় হতো।

দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। মহেশ থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লোকেশ রাহুল (৭ বলে ৬)। টানা দুই ম্যাচে ফিফটি হাঁকানো বিরাট কোহলি এবার রানের খাতা খোলার আগেই আউট। দিলশান মাদুশঙ্কের বলে ক্লিন বোল্ড হন তিনি।

তৃতীয় উইকেটে রোহিত-সূর্যকুমারের ৫৮ বলে ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ১১০ রানে রোহিতকে ফিরিয়ে এ জুটি ভাঙেন চামিকা করুণারত্নে। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেন ভারতীয় অধিনায়ক।

৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন সূর্যকুমার। দাসুন শানাকার বলে আউট হওয়ার আগে ২৯ বলে তার অবদান ৩৪। এরপর হার্দিক পান্ডিয়াকেও (১৩ বলে ১৭) তুলে নেন লঙ্কান অধিনায়ক শানাকা। ঋষভ পন্তকে নিজের চতুর্থ ওভারে আউট করেন মাদুশঙ্ক। ১৩ বলে পন্তের অবদান ১৭ রান। ওই ওভারে দীপক হুডাকেও (৩) বোল্ড করেন মাদুশঙ্ক। ৪ ওভারে ২৪ রান দিয়ে এ বাঁহাতির শিকার ৩ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিনের ৭ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তোলে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here