শিকাগোতে ৩৬তম ফোবানার সফল সমাপ্তি

0
62

বাংলা খবর,শিকাগো,যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বর্ণিল অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সফল হমাপ্তি হয়েছে ৩৬তম ফোবানা সম্মেলনের। গত ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই সম্মেলন জুড়ে ছিল সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও আড্ডা-কাব্যলাপ। এছাড়া অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের বহুমাত্রিক রূপ প্রকাশ পেয়েছে। শিকাগো শহরের ডাবল ট্রি বাই হিলটন হোটেলের কনফারেন্স রুমে ৩৬তম ফোবানা সম্মেলনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানমালার মধ্যে আরো ছিল গ্লোবাল বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ, ইয়ুথ ফোরাম এলামনাই-এর অনুষ্ঠান, বিষয়ভিত্তিক এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার ও ইমিগ্রেশন বিষয়ক সেমিনার। তিনব্যাপী সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেবী নাজনীন, সামিনা চৌধুরী, শুভ্র দেব, রিজিয়া পারভিন, সায়েরা রেজা, রোমেল খান, আফজাল হোসেন প্রমুখ। ৪ সেপ্টেম্বর মধ্যরাতে সামিনা চৌধুরীর কণ্ঠে ‘লুকোচুরি, লুকোচুরি গল্প’ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন। আয়োজকরা সুন্দর ও সফল সম্মেলন সম্পন্ন করার আত্মতৃপ্তির হাসি নিয়ে বাড়ি ফেরেন।


ফোবানার নতুন চেয়ারপারসন হিরো, নির্বাহী সচিব সাহেল

যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন কমিটি ঘোষণ করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন এ কমিটিতে ড. আহসান চৌধুরী হিরো (টেক্সাস) চেয়ারপারসন এবং নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর (রোববার), ইলিনয়স অঙ্গরাজ্যের স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার ডিউক খান এবং অভিষেক চক্রবর্তীর পরিচালনায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২২-২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী, যুগ্ম-এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মানিক। আউটস্টান্ডিং মেম্বার হয়েছেন রেহান রেজা, মকবুল এম আলী, সাঈদ আহসান, রবিউল করিম, জসিম উদ্দিন, মোহাম্মাদ এম রহমান, বাবুল হাই ও নুরুল আমিন।





নির্বাচিত ১৬টি নির্বাহী সদস্য সংগঠন হলো যথাক্রেমে-বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি), বাংলাধারা, বাংলাদেশ কমিউনিটি অব গ্র্রেটার শিকাগো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন (টেক্সাস), বাইটপো, বাঙালি বয়েস কালচারাল অ্যাসোসিয়েশন ইঙ্ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (কানসাস), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (ভার্জিনিয়া), ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অফ টেক্সাস, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
আগামী ২০২৩ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস) এবং আগামী ২০২৪ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন- বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি)।

আগামী বছর ২০২৩ সালে টেক্সাসের ডালাসে এবং ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠতি হবে ৩৭ ও ৩৮তম ফোবানা সম্মলেন। গত বছর ফোবানার ২০২১-এর বাৎসরকি সাধারণ সভায় ২০২৩ সালরে ৩৭তম ফোবানা সম্মলেনরে হোস্ট কমিটি নির্বাচিত করা হয় বাংলাদশে অ্যাসোশয়িশেন অব র্নথ টেক্সাস।

গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠতি ফোবানার ২০২২-এর বাৎসরকি সাধারণ সভায় সির্বাচনের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here