‘স্টেডিয়ামের বাইরে বল পাঠাতে পারে আফগানরা’

0
53

বাংলা খবর ডেস্ক:
বুধবার মেলবোর্নে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়াকে রেকর্ড ৮৯ রানে হারায় কিউইরা।

আফগানদের বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট বলেন, আমরা আফগানদের নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করছি। মানসম্পন্ন একটি দলের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি। তারা খুবই অভিজ্ঞ দল। তারা এমন কোনো দল নয়, যাদের হালকাভাবে নেওয়া যায়। তাদের এমন খেলোয়াড় আছে যারা ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠাতে পারে। এছাড়া বোলিং আক্রমণও খুব ভালো।

তিন আরও বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে এটিও অন্যান্য সব ম্যাচের মতো সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি আমাদের জন্য বড় ম্যাচ। কারণ আমরা সবকিছু ঠিকঠাক করার ব্যাপারে যে আলোচনা করছি, সেটি নিশ্চিত করতে চাই।

কিউই তারকা বলেন, প্রথম ম্যাচে নিজেদের খেলায় আমরা গর্বিত। সে উপলক্ষ্য খুব উপভোগ করেছি। সেটি এখন আর আলোচনায় নেই। এখন পূর্ণ মনোযোগ আফগানিস্তানের ওপর। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আবারো ভালো করার ব্যাপারে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here