জার্মানির কাছে সেই হারের পর রাতে ঘুমাতে পারতেন না মেসি

0
49

বাংলা খবর ডেস্ক:
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিওনেল মেসির। ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। ফাইনাল হারের পরের রাতগুলো নির্ঘুম কেটেছে মেসির। ঠিকমত ঘুমাতে পারেননি এই ক্ষুদে জাদুকর।

এমন খবর জানিয়েছেন, লিওনেল মেসির সাবেক এজেন্ট ফাবিয়ান সোলদিনি। ২০০৫ সালের পর থেকে আর এক সঙ্গে কাজ করেনি মেসি ও সোলদিনি। কিন্তু তাদের সম্পর্ক আছে আগের মতই।

আর্জেন্টিনার অনলাইন পত্রিকা ইনফোবায়েরকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সাবেক এজেন্ট ফাবিয়ান সোলদিনি মনে করিয়ে দিলেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পরের দিন গুলোর কথা, ‘১০ বছর মেসির সঙ্গে দেখা না হওয়ার পর যখন তার বাড়িতে গেলাম, সে বলল ‘ফাবি, বছর ধরে ব্রাজিলের সেই ফাইনালে হারের কষ্টে রাতে ঘুম ভেঙে যায় আমার। আমি ঘুমাতে পারি না।’ আমি বলতে পারি, এ বিষয়টা ওর মাথায় সবসময় ঘুরপাক খেত।’

টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে আরও একটি বিশ্বকাপের মঞ্চ মাতাতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে আর্জেন্টিনাকে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। লিওনেল মেসিও ঘোষণা দিয়েছেন, এটিই তার শেষ বিশ্বকাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here