ভুল আম্পায়ারিং নয়; আমরাই ভালো খেলিনি : শান্ত

0
52
ইফতেখারের বলে বোল্ড হয়ে গেলেন শান্ত। ছবি : এএফপি

বাংলা খবর ডেস্ক:
আবারও বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং বিতর্ক। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে সাকিব আল হাসানকে বিতর্কিতভাবে এলবিডাব্লিউ দিয়েছেন তৃতীয় আম্পায়ার। যা নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় চলছে। কিন্তু সাকিবের ঘটনাটা বাদ দিলেও বাংলাদেশের বাকি ব্যাটাররা আজ ব্যর্থ। ধীরগতির ফিফটি করা নাজমুল হোসেন শান্ত সেটা স্বীকারও করে নিয়েছেন।

সাকিবের আউটে মনযোগ নড়ে গিয়েছিল কিনা- ম্যাচ শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘মনোযোগ নড়েনি। কিন্তু আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা ওরকম নিশ্চিত ছিলাম আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপর কিছু বলার নাই যত যাই করি। আমার কাছে মনে হয়নি মনোযোগ নড়ে গেছে। আমরা ভালো খেলেনি শেষে, মিডল ওভারগুলোতে। আমরা পরে আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। ‘

ব্যাটিং ব্যর্থতা স্বীকার করে নিয়ে শান্ত আরও বলেন, ‘আমার মনে হয় উইকেট আজকে ১৪০-৫০ এর ছিল। আমি বুঝছিলাম শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এটা আমি করতে পারিনি, এজন্য আফসোস লেগেছে। শেষের ব্যাটাররা আরেকটু ভালো করলে হয়তো প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হতো। এখানে লোয়ার-মিডল অর্ডার বলে কোন কথা নেই। আমরা পুরো টিম হিসেবে আমরা ভালো খেলেনি। যে ম্যাচগুলো জিতেছি, দল হিসেবেই জিতেছি। এটা সবারই দায়িত্ব ভালো করা। দল হিসেবে হয়তো আজকের ম্যাচটা ভালো করতে পারিনি। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here