মৌসুমীর দুই ছবি মুক্তি আজ

0
56

বাংলা খবর ডেস্ক:
দীর্ঘদিন ধরেই দেশের জনপ্রিয় নায়িকা মৌসুমীর কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। তবে এবার তার ভক্তদের জন্য সুখবর হলো আজ দুটি ছবি মুক্তি পাচ্ছে প্রিয়দর্শিনী খ্যাত এ নায়িকার। এরমধ্যে একটি ছবির নাম ‘দেশান্তর’। নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প ‘দেশান্তর’। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু এতে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প। ছবিতে মৌসীমীকে দেখা যাবে আহমেদ রুবেলের বিপরীতে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ।

অন্যদিকে আজ মৌসুমীর মুক্তি পাওয়া আরেকটি সিনেমা হলো ‘ভাঙন’। এটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় রেল স্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হয়েছে। মৌসুমী ও ফজলুর রহমান বাবু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রাণ রায়, মির্জা আফরিন, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী, সৃষ্টি মির্জা, হিমেল রাজ, মিশু চৌধুরী, সঞ্জয় রাজ, চানমিয়া শিকদার প্রমুখ। মৌসুমী বলেন, ‘দেশান্তর’ দেশপ্রেম ও মানবিক প্রেমের সিনেমা। আমার চরিত্রটিও খুব চমৎকার। অন্যদিকে ‘ভাঙন’ এ প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা বলা হয়েছে। দুটি ছবিতে কাজ করেই অনেক ভালো লেগেছে। আশা করি দর্শক উপভোগ করবেন ছবি দুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here