রুশ হামলায় ইউক্রেনের ৭০ ভাড়াটে সেনা নিহত

0
57

বাংলা খবর ডেস্ক:
রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং খারকভ অঞ্চলে তথাকথিত ইউক্রেনীয় বিদেশী সেনাবাহিনীর অস্থায়ী মোতায়েন পয়েন্টগুলোতে আঘাত করেছে। এতে ইউক্রেনের ৭০ জনেরও বেশি বিদেশী ভাড়াটে সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার মুখপাত্র, ‘রাশিয়ান মহাকাশ বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মার্কোভো, ক্রামতোর্স্ক এবং খারকভ অঞ্চলের নোভোসিনোভোর কাছে বিদেশী সেনাদের অস্থায়ী স্থাপনার পয়েন্টগুলোতে নির্ভুল হামলা চালিয়েছে, এতে ৭০ জনের বেশি বিদেশী ভাড়াটে সেনা নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমারস মাল্টিপল রকেট লঞ্চার থেকে একটি ইউক্রেনীয় রকেট হামলায় দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর মেকেয়েভকা শহরে ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছেন।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন তৈরি হিমারস লঞ্চার থেকে ছোড়া চারটি রকেট আঘাত করেছিল। ফলে ক্ষতির সংখ্যা এত বেশি হয়েছে।

সূত্র: তাস, রয়টার্স, আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here