রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

0
121

আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এই পরিপ্রক্ষিতে সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত ডিক্রি জারি করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি, রিও ডি জেনিরোতে কার্নিভালের সময় বন্দুকযুদ্ধ, লুটপাট ও ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় সহিংস সংঘাতে তিন পুলিশ মারা যান। টেলিভিশনের খবরগুলোতে গ্যাংগুলোর দ্বারা পর্যটকদের লুটের শিকার হওয়ার দৃশ্য দেখানো হয়। আর এ ধরনের পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, সরকারের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা দেওয়া হয়, রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তটি দ্রুতই কার্যকর হবে।

ডিক্রি জারির পর প্রেসিডেন্ট তেমের জানান, তিনি চরম পদক্ষেপ গ্রহণ করছেন, কারণ, পরিস্থিতি তা দাবি করে।
সংগঠিত অপরাধ ও গ্যাংগুলোকে মোকাবেলা এবং পরাজিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

তথ্যসূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here