সিলেটে ‘অভিষেক ম্যাচ’ স্মরণীয় করে রাখার প্রত্যয়

0
122

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসর চলাকালীন সময়েই দাবিটা উঠেছিল, ওই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। নয়নাভিরাম স্টেডিয়ামটি ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে সবার। কিন্তু সিলেটের মাটিতে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। এবার ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। রাত পোহালেই রবিবার বিকাল ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে টিম টাইগার। ঐতিহাসিক এই ম্যাচ দেখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেটবাসী।

সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়েও ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হার এড়াতে হলে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। অন্যদিকে ত্রিদেশীয় ও টেস্ট জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে মরিয়া থাকবে শ্রীলঙ্কা। চন্দিকা হাথুরুসিংহে স্পষ্টই বলেছেন, জয় নিয়েই দেশে ফেরার বিমানে উঠতে চান তারা।

ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত শুরুর পরও রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। একইভাবে টেস্ট সিরিজেও শুরুটা ভালো ছিলো টাইগারদের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ ড্র করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয়ে সিরিজ হেরে বসে টাইগাররা। সিলেটে এর আগে কখনো না খেললেও বিপিএলের গত আসরের স্মৃতি এবার জয়ের রসদ জোগাবে টাইগারদের।

সিলেটে নিজেদের ‘অভিষেক ম্যাচ’ নিয়ে অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ বলেছেন, নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারলে হয়তো ফলটা আমাদের ঘরে থাকত। আজকে ভিন্ন চিত্র থাকত। দুর্ভাগ্যক্রমে হয়তো আমরা করতে পারিনি। তবে শেষ ম্যাচটাতে আমরা কিছু করে দেখাতে আমরা আশাবাদী।’

এদিকে শেষ ম্যাচটিতে খেলার জোর সম্ভাবনা আছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। হাতের ইনজুরিতে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। অনেকদিন পর দেখা যাবে তামিম-সৌম্যর বিধ্বংসী জুটি।ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহিমও খেলবেন। প্রথম ম্যাচে তার ব্যাট বিধ্বংসী হয়ে উঠেছিল। তবে এই ম্যাচেও সাকিব আল হাসানকে মিস করবে বাংলাদেশ। তারপরেও ব্যাটে-বলে সমান পারফর্ম করার প্রত্যয়ের কথাই জানালেন মাহমুদ উল্লাহ।

বাংলাদেশ দল: মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসলে গুনারত্নে নিরোশান ডিকাভেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, জেফরি ভান্দারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস ও আসিথা ফার্নান্দো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here