দুঃসাহস দেখালে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের!

0
108

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি হুমকি দিয়ে বলেছেন, কোনো ধরনের দুঃসাহস দেখালে তেল আভিভ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ ধরনের হুমকি দেন।

প্রসঙ্গত, গত রবিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু একটি ধাতব খণ্ড দেখিয়ে দাবি করেন, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর তারা ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছেন। ওই ড্রোনেরই অংশ তার হাতের ধাতব খণ্ডটি।

নেতানিয়াহু আরো বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ধরনের ড্রোন ইসরায়েলে পাঠানোর দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান।

মোহসেন রেজায়ি বলেণ, ইরানকে চেনে না মার্কিন ও ইসরায়েলি নেতারা। প্রতিরোধ শক্তিকে তারা বুঝতে পারে না। আর এ কারণেই তারা প্রতিরোধ শক্তি মোকাবিলা করতে গিয়ে একের পর এক পরাজয় বরণ করছে।

সূত্র : পার্সট্যুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here