মালদ্বীপে বিরোধীদলের ১২ এমপি বহিষ্কার

0
135

আর্ন্তজাতিক ডেস্ক: বিরোধীদলের ১২ এমপিকে বহিষ্কার করেছে মালদ্বীপের শীর্ষ আদালত। সোমবার তাদের বরখাস্ত করা হয়েছে। এদিকে, চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়াতে পার্লামেন্টের কাছে অনুমোদন চেয়েছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ৬ ফেব্রুয়ারি ১৫দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। মঙ্গলবার এ জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু, মেয়াদ আরও ১৫দিন বাড়ানোর জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

এ বিষয়ে পার্লামেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাতমাথ নিউশা জানান, পরিস্থিতির এখনও পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক আদেশকে কেন্দ্র করে মালদ্বীপে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়। জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ। শুরু থেকেই সংকট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিমকোর্ট।

রোববার মালদ্বীপের সুপ্রিমকোর্ট ওই এমপিদের মুক্তি ও পুনরায় পদে বহাল রাখতে দেওয়া আগের আদেশ প্রত্যাহার করে নেয়। শীর্ষ আদালতের ওই রায়কে কেন্দ্র করে চরম সংকট তৈরি হয় দেশটিতে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here