যৌন অসদাচরণের অভিযোগ ওঠায় জাস্টিন ফরসাইথের পদত্যাগ

0
84

আর্ন্তজাতিক ডেস্ক: যৌন অসদাচরণের অভিযোগ পর ইউনিসেফ থেকে পদত্যাগ করেছেন সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রধান নির্বাহী জাস্টিন ফরসাইথ। পদত্যাগের সময় জাস্টিন ফরসাইথ বলেন, তার প্রশ্নবিদ্ধ অতীত আচরণের জন্য সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হোক এজন্যই আমি পদত্যাগ করছি।

এর আগে জাস্টিনের বিরুদ্ধে সংস্থাটির নারী কর্মীদের সঙ্গে অসদাচরণের অন্তত তিনটি জোরালো অভিযোগ জমা পড়েছে মর্মে চলতি সপ্তাহেই একটি প্রতিবেদন প্রকাশ হয়। যেখানে বলা হয় ফরসাইথ নারী কর্মীদের কাছে অশোভন টেক্সট পাঠাতেন। এমনকি কম বয়সী নারী কর্মীদের পোশাক নিয়েও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতেন। অবশ্য ফরসাইথ জানান, তিনি তিনজন নারী কর্মীর কাছেই তিনি নি:শর্ত ক্ষমা চেয়েছেন।

জাস্টিন বলেন, ইউনিসেফের উপ-পরিচালকের পদ থেকে সরে তার দাঁড়াবার কারণ কিন্তু সেভ দ্য চিলড্রেনে তার করা ভুলগুলো নয়, বরং ইউনিসেফের ভাবমূর্তির দিকে চেয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here